রাতের আঁধারে মাঝ আকাশে
দাপিয়ে বেড়ায় তারাদের দল
দিনের আলোয় কোথায় যেন হারিয়ে যায়
তবে কি লুকিয়ে লুকিয়েে খেলা করে
বন্ধ ঘরের চৌহদ্দির অলিন্দে
না সারাটি রাত জাগা ক্লান্তির শেষে
আচ্ছন্ন থাকে গভীর ঘুমে।
দিনের আলোয় দুধ সাদা মেঘের দল
সাঁতার কেটে বেড়ায় সারা আকাশ জুড়ে
উড়ে বেড়ায় মুক্ত বিহঙ্গে
বাঁধনহীন যাযাবর পাখিদের মত
কাঁটাতারের মিথা বেড়া দিব্যি ডিঙিয়ে
বিচরণ করে এদেশ থেকে ওদেশের সীমানার মাঝে
সেগুলো কি আসে না প্রহরীদের গোচরে?
সেনানায়কের ছোট্ট এক ইঙ্গিতের অপেক্ষায়
ঝাঁপিয়ে পড়বে পরাক্রমশালী কালো মেঘেদের দল
সাদা মেঘেদের সাম্রাজ্যের অলিন্দে
মিলেমিশে একাকার হবে সাদা কালোর মিশ্রণ
অকাল গ্রহনের আশঙ্কা দিবাকরের মনে
তবুও হেসে লুটোপুটি এ বিচিত্র দৃশ্যে।
পরাক্রান্ত হয়নি এখনও সাদা মেঘেদের দল
চূর্ণবিচূর্ণ হয়নি এখনও তাদের অটল আত্মবিশ্বাস
নিরাশার গ্রহণ এখনও লাগেনি তাদের মনে
কালো মেঘেদের পরাক্রান্ত সৈন্যের আগে
হয়তো অচিরেই করবে আত্মসমর্পণ
কিছু পরে বিন্দু বিন্দু বৃষ্টি ধারা রূপে
ঝিরিঝিরি নেমে আসবে পৃথিবীর বুকে
সিক্ত হবে তপ্ত ধরণী বৃষ্টিধারার কোমল পরশে।
#এম ওয়াসিক আলি