কত বিনিদ্র রজনী কেটেছে একাকী
কত জোনাকিরা হারিয়েছে তোমার অপেক্ষায়
অন্তহীন ব্যথার উপসর্গরা পেয়েছে পুনরজ্জীবন
কত দূরে চলে গেছো তুমি, ফিরে দেখ।
শুধু এক ছোট্ট ইচ্ছে ছিল মনের কোণে
কাটাবো কিছু সুন্দর মুহূর্ত তোমার সাথে
তোমার কোমল হাতখানি হাতে রেখে
একান্তে কিছু কথা, কিছু ব্যথা শোনাবো তোমার
তুমিও শোনাবে কিছু কথা আর কিছু অবেগের কাহিনী।
কত দিন জোড়া লাগেনি দুচোখের পাতাগুলো
রঙিন স্বপ্নগুলো হারিয়েছে চেনা পথ চিরতরে
আজ চোখের মাঝে শুধু ঘুমের ঘোর ।
সযত্নে রেখেছি হৃদয়ের ক্যানভাসের পাতাগুলো
আজও স্পর্শ করেনি কোনও রঙ, শুধুই সাদা
তোমার রঙে সাজব বলে
একে একে সযত্নে সাজিয়েছি স্বপ্নের রঙগুলো
একটু উষ্ণতার অপেক্ষায় আছে তুলিখানি
অনুভব করবে হৃদয়দ্বয়।
তোমার স্পর্শের আবেশে ফিরে পাবো
হারানো সুখের ভাণ্ডারের চাবিখানি
আবেগ ও কান্নার জলে মুছে দেব গ্লানির শেষ চিহ্নটুকু
শুধু তুমি আর আমি দুজনে একাকী, পাশাপাশি
শুধু একটু ভালবাসার জন্য।