সারাটি মাসের ত্যাগের শেষে
দুঃখ হতাশার দুয়ার এঁটে
বাঁকা চাঁদের কোণে হাসির জোয়ার তুলে
দেখ এলো খুশির ঈদ।
    
শুভদিনের এহেন শুভক্ষণে
ত্ববূও নিরাশার কালো বাদল
ছেয়েছে মনের আঙিনা তলে।  

দু-গাল বেয়ে গলগল করে
অবিরাম বয়ে চলে ঝরঝর অশ্রুধারা  
ধৈর্যের সীমানা অতিক্রম করে  
আবেগের সীমাহীন বাঁধ ভেঙে
সামনের দেওয়ালে টাঙানো ফটোখানি
প্রাণপণে আঁকড়ে ধরি বুকের মাঝে
শুধু একটু সান্ত্বনার জন্যে।