অলীক স্বপ্নের মাঝে লুকিয়ে থাকা
নিষ্ঠুর চিন্তনের মূল সুদূর প্রসারিত
কিছু ব্যথা ক্ষত-বিক্ষত করে কোমল মন
শ্রান্ত আঁখিজোড়া তন্দ্রাচ্ছন্ন হয়ে দ্যাখে
ভীতিকর দুঃস্বপ্ন অবিরাম।
নিদ্রাহীন কাটে রাত মখমলের নরম গদিতে
স্বপ্নের মাঝে চলে নিত্য নতুন ভাঙা গড়ার খেলা
মনের খাতার পাতায়-পাতায় ফলাও করে
লিখে রাখি সব কথাগুলো সযত্নে গুছিয়ে পরিপাঠ্যে
নিত্য সকালে সদ্য ঘুমের কোল থেকে জেগে দেখি
পাতায় পাতায় শুধুই সাদার মেলা।
না ঘুম আসে না আর চোখের মাঝে
মন চাই ফিরে যেতে শৈশবের দিনগুলোর মাঝে
আবছা হয়ে ভেসে ওঠে শৈশবের সুন্দর দিনগুলো
মায়ের কোলে টুপ করে শুয়ে পড়েছি
মৃদু হেসে মায়ের নিত্য আদরের মিষ্টি ছোঁয়া
পরীদের গল্পের মাঝেই হারিয়ে যেতাম অতল ঘুমের দেশে।
না আর ঘুম আসে না মা,
ক্লান্ত, ঢুলুঢুলু নেশাগ্রস্ত, পরিশান্ত আজ আঁখিজোড়া
দ্যাখো কালশিটের ছোঁয়া লেগেছে মা, তোমার সোনার নয়নে
হারিয়েছে স্বপ্নগুলো, একটিবার তাদের খুঁজে আনো না মা ।
না! অনেকদিন ঘুমোইনি মা
তুমিও কি হারিয়েছ তারাদের ভিড়ে
কাছে এসো একটিবার, শোনাও পরীদের কথা
প্রাণভরে আজ একটু ঘুমতে চাই,
শোনাও না মা পরীদের কথা!!
পারবে না?