বন্ধুত্বের শুভারম্ভের আশায় প্রফুল্লিত মন
হাত বাড়িয়ে করমর্দনের আশায় এগিয়ে কদম
এক অচেনাকে আপন করে নেয়ার খুশিতে আবেগিত হৃদয়
সে সম্পর্কের সূচনার শুভক্ষণে
কে যেন চুপি চুপি সতর্কবার্তা দেয় অতি সন্তর্পণে
ফিরে দেখি সহাস্যে দাঁড়িয়ে মনেরই প্রতিছায়া
বিষণ্ন কোমল স্বরে তার অনুনয় বিনয়
ধীরেস্থিতে ভারাক্রান্ত শান্ত সুরে বলল
জানি তোমার বন্ধুত্বের খাতায় নেই কোনও স্থান
তবুও গর্বিত ভেবে ভেবে, নাই বা ছিলাম বন্ধু
শত্রুতার বন্ধন তো অটুট আছে চিরকাল
সে আশায় কিছু অনুনয় করা কি অন্যায়?
স্মৃত হাস্যে ইশারায় ইশারায় সম্মতি দিল মন
লম্বা দীর্ঘশ্বাসের অন্তে ম্লান হেসে আনমনে
বিড়বিড় স্বরে বলল সে প্রতিছায়া
জানি মহাশত্রু আমি তবুও তোমার
নতুন বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের বিরোধী নয়
কিন্তু সে সম্পর্কের সূচনার প্রারম্ভে
শত্রুর রায় জানাও কি সমীচীন নয়?