কানের মাঝে কিছু কথা
নিঃশব্দে চুপি চুপি বলে
রহস্যময় বক্র হাসি হেসে
হন হন করে সামনে এগিয়ে গেল মরণ
ফ্যাকাসে পাংশুটে মুখে আনমনে
সে দিকে চেয়েই থেকে গেল বেচারা জীবন।

জীবন শক্তিমত্তা,
উত্তাল ও অফুরান শক্তির ভাণ্ডার  
তবুও মরণের সামনে শক্তিহীন,
ভয়ে থরথর কম্পমান অসহায় এ জীবন।