ক্লান্তিহীন ছন্নছাড়া অবাধ্য জীবন
পথিমধ্যে আজন্ম বন্ধন বাল্যকাল ও প্রভাতের
জানাজায় দাঁড়িয়ে অস্থির মন ছুটে পালায়
যদিও শেষের পরিণতি সকলের নখদর্পণে
পৌষের ঠান্ডায় উষ্ণতার প্রকোপ
মিষ্টি শীতের রহস্যভেদ এক জটিল কাজ।
বড্ড সুখময় ছিল শুরুর দিনগুলো
আলাদিনের আরও একটি প্রদীপ কি এখন বেঁচে?
কিছু অলৌকিক ঘটানোর আশায় মন
চাঁদের মর্মবেদনা কি সূর্য জানে
আর মায়ের প্রসব বেদনা?
ভালোবাসার ঘ্রাণ, নির্মম পরিহাস
অন্তর্যামী জানে কেন এত পাষাণ ।
ধূসর অতীত এখন ছায়াময়
নৈশব্দের বৃত্তে পাশাপাশি দুটি ভেজা মন
উছলা প্রাণ পোড়া মাংসের গন্ধ শুঁকতে
বাধাহীন বিহঙ্গ পথভ্রষ্ট বিকট গন্ধে
তালুতে রেখে সূর্যের আলো
বিতরণ করবো অমাবস্যার উঠোনে
হাড় কঙ্কাল পৃথিবীর দেহটা সযত্নে স্নাত হবে
পূর্ণিমা তিথির জ্যোৎস্নাধোয়া রোশনির পরশে।।