দেবলোকের সুতনু অপ্সরাগণ
ফিরিয়ে নাও অভিমুখ বিপরীতে
মর্তে যে ছেয়েছে সর্বনাশা কালো বাদল
হালফিলের পরিস্থিতি জটিলতায় ভরপুর
বাতাসে ঘুরপাক খাচ্ছে হিংস্রতার অনল
শ্যামল প্রকৃতি মত্ত সর্বনাশা ক্রীড়াযজ্ঞে
পরিস্থিতি এখন নেশাগ্রস্ত উন্মাদ পাগল
নির্লজ্জের বর্ম ভেদ করে এক্ষুণি বুঝি পড়বে লাশ
মানুষ সেজেছে হিংস্র-হায়না
অঝোরে ঝরছে নোনার স্বাদ
ডুগডুগির নিনাদে কান পাতা দায়
নিস্তব্ধ পাখিরা এই বুঝি চলে যায় নির্জনে
ত্রিমোহনায় ঠেকেছে এক ছিন্নভিন্ন নৌকা
ক্ষমতার দাপটে অকেজো সুস্থ মস্তিস্ক
মেধাবী-শান্ত ছেলেটিও যেন চঞ্চল অস্থির
রক্তের স্বাদ কি লেগেছে তারও মুখে?