কালো বলে সেদিন পরিহাস করেছিলো তারা
অভিমানে কেঁদেছিলে ফুঁফিয়ে ফুঁফিয়ে
মুখ রেখে আঁচল তলে।
দুরের বারান্দার কোণ থেকে
চেয়ে ছিলাম তোমার পানে
দেখেছিলাম হৃদয় ফাটা কান্না
ধাক্কা দিয়েছিল একদলা শ্লেষ বুকের গভীরে।
ভেবেছিলাম সান্ত্বনা দেব
হঠাত চোখ মেলে দেখলে আমায়
ক্ষণিকের মুহূর্তেই চোখ পরেছিল তোমার সুন্দর নয়নদ্বয়ে
একি অপরূপা তুমি,
অপরূপ তোমার চাহনি ।
এ তো তোমার মনেরই ভুল,
আকাশের ঘন কালো মেঘ তুমি
তুমি কি ভুলে গেছ মা কালিও তো কালো
কৃষ্ণও ছিল কালো।
ভেঙ্গে দাও তাদের অহঙ্কার,
চূর্ণ কর তাদের দম্ভ
গর্বের সাথে বলে দাও হে কৃষ্ণা তাদের,
হাঁ, তুমি কৃষ্ণবর্ণ।
বলে দাও তাদের,
তুমি সুতনু, তুমি ললিত,
তুমি মঁজু, তুমি চারু
তুমিই অভিরাম, তুমিই অনিন্দিত, তুমিই উষসী
হাঁ তুমিই কবির কল্পনা,
রবি ঠাকুরের চারুলতা।
ডিক্চু - সিকিম