দেখে নিও, ঠিক একদিন তুলে রাখবো
শুধু তোমারই জন্যে
এক অনন্ত আকাশ
এক টুকরো রঙিন স্বপ্ন
আরব্য রজনীর আস্ত রূপকথার গল্প
জোনাকির আলোমাখা ঝিঁঝিঁ পোকার সুর
নির্লজ্জে ঝরে পড়া মাঝরাতের জোছনা
শীতের ভোরের প্রগাঢ় আদর
আলতো ছোঁয়ার শিরশিরে অনুভূতি
সমুদ্রের শত শত অজানা রহস্যময় ঢেউ
খামখেয়ালি গ্রীষ্মের অলস দুপুর
বর্ষামুখর কালো মেঘের প্রেমলীলা
কল্পনার নীলিমার নকশি কাঁথা
স্মৃতি ভেজা আস্ত একটা আঁচল
সজীব সূর্যের ঝিলিকের বাহার, সাথে
সূর্য ডোবা ক্ষনিকের আলো-আঁধারের মায়া।
দেখে নিও, ঠিক একদিন তুলে রাখবো,
শুধু তোমারই জন্যে ...।