তখনও ছিল পুবের আকাশে ছিটেফোঁটা লালিমা
সূর্যাস্ত দেখার প্রবল জেদ ছিল
ছুঁয়ে দেখার কল্পনাও জেগেছিল মনে
অভিভূত চোখে চোখ রেখে
প্রথম দেখা অরুণিমার সাথে
কাছাকাছি নয় বেশ দূরেই ছিল রাতের তারারা
মায়াবী রাতে হেঁটে গেছি একাকী উর্বশী নারীর পাশে পাশে
উষ্ণতার ছোঁয়া অনুভব করিনি
আগ্রাসী দুহাত ছিল প্রতিক্রিয়াহীন
লাজুক লাজুক পলকহীন আঁখি
যমুনার ঢেউ খেলে যায় গালের টোলে
দিশাহারা নাবিক আকস্মিক স্রোতে
মুগ্ধ চোখে অনন্ত হাতছানি
অচেনা আবেগের নতুন তরঙ্গ হৃদয়ে
গভীর নিশীথে নিভেছে সব বাতি
শুধু জেগেছিল একজোড়া হাত পরস্পরের আলিঙ্গনে।
নৈশব্দের ভেতর নিঃসঙ্গ পরিত্যক্ত
ব্যথার জলোচ্ছ্বাস নীরবে সরিয়ে
সে রাতে প্রথম ভিজেছিলাম অকাল অশ্রু বর্ষণে
আর নিস্পলক চেয়েছিলাম অশরীরী নারীর প্রস্থানে
শেষ বিদায়ক্ষণে কেমন যেন নিষ্প্রভ ছিল সে।