প্রশ্ন করেছে অনেকেই
আমি কিন্তু প্রথম প্রশ্নকারী ছিলাম না
অনেকেই করেছে অনেক ধরণের প্রশ্ন
শুধু আমিই একা নয়।
ক্লান্ত হয়েছে, ক্ষান্ত হয়েছে আজি সকলের প্রশ্নগুলো
উত্তরের অপেক্ষায় কেটেছে অনেকটুকু সময়
এখনো খালি হাতে শেষ অপেক্ষায়
যদি উত্তরের খোঁজ মেলে।
বদলে নিয়েছে পথ পরাজিতদের দল
আশা আজি পরিশান্ত নিয়েছে নিরাশার রূপ
পরাজিতদের মস্ত বহর এগিয়ে চলেছে ক্রমশ অন্ধকারের আড়ালে
ক্রমে ক্রমে বাড়ছে ভিড় সে দলে নিরন্তর।
আর আমি?
বন্ধ চোখে ভাঙ্গা আরাম কেদারায় হেলান দিয়ে ভাবছি
এগিয়ে যাবো কি সে পথে?
না খুঁজে দেখবো অন্য কোনও আলাদা পথ, নতুন দিশা।
যদি না মেলে কোনও সদুত্তর
যদি না মেলে কোনও সঠিক পথ
তবে কি চলে যাবো পৃথিবী ছেড়ে চিরতরে
বুকে জড়িয়ে অনুত্তরিত নিজ প্রশ্নগুলো নিয়ে?