পাথরে খোদাই করা প্রাণহীন মূর্তিতে
যদি কেউ পারতো জান ফুঁকে দিতে
কিন্তু পেরেছি কি?
ফাটল ধরেছে এখানে ওখানে
ক্লান্ত মন ক্ষতবিক্ষত ছুরির আঘাতে
গেঁথে গেছে বুকে আর শিরদাঁড়ায়
ভেঙে গেছে অবদমিত ইচ্ছের বাঁধ
হারিয়ে গেছে প্রতিবাদের সব ভাষা।
দেখার সহ্যশক্তিটুকুও আর নেই
এক নাগাড়ে বসে আছে হাঁটু গেড়ে
সামনে হাড় জিরজিরে আত্মকথা
যেন দাঁড়িয়ে আছে অপরাধীর কাঠগোড়ায়।
বদ্ধ ঘরে নীলছাপা পর্দাটা উড়ছিল
নীরবতা ক্রমশঃই ব্যঙ্গ করছিল
হঠাৎ আছড়ে পড়ে এক টুকরো রক্তিম আলো
ঠিক তখনই মূর্তিটি উঠে বসে
আপন মনে বিড়বিড় করে আবারও প্রাণহীন
অজান্তেই রেখে যায় একরাশ প্রশ্ন চিহ্ন!
আর অবিশ্বাসের কলঙ্ক।