ঘুণাক্ষরেও ভাবিনি কোনদিন
এমনই বয়ে যাবে মন আঙিনায় ঝড়
ফাগুনের তাপে, নিভু আগুনে
বখাটে, বজ্জাত ক্ষণগুলোও
আলতো টোকা দেয় হৃদমাঝরে
এলোমেলো সর্বত্র,
জঞ্জালে পরিপূর্ণ নয়নের পরিপার্শ্ব
চূর্ণবিচূর্ণ ছোট্ট ছোট্ট চাওয়া-পাওয়াগুলো
অক্ষি-যুগলে এখনও আধমাখা অর্ধস্বপ্ন
বৈঠকখানায় ধুলোমাখা মেঝেতে গড়াগড়ি খায়
বাস্তবের আলোর ছিটে লাগেনি মনে
টকটকে সোনালী রঙের প্রলেপ লেপাও বাকি।
* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরার উপায় আছে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।