প্রেমের জন্ম ও ইতিকথা নিয়ে
ভাবছি লিখব এক সুদীর্ঘ ইতিহাস
মানব জন্মের আদিকালের সেই
নিষিদ্ধ গন্ধর্ব ফলের সূচনা থেকে
অত্যাধুনিক ডিজিটাল যুগের হৃদয় স্পর্শ করা
অমর প্রেম কাহিনীগুলো কুড়িয়ে নিজহাতে
যতনে সাজাবো পাতাগুলোর মাঝে।
কিন্তু দোটানায় মন
অমর প্রেমের সে উপন্যাসের পাতায়
প্রত্যাখ্যানের কথাগুলো লিখবো কিনা?
হৃদয় ভাঙাগড়ার খেলা
আর বিরহের কথাগুলো
হয়তো বেমানান লাগবে
ভালবাসার সুন্দর কথাগুলোর মাঝে।