সুগতি না দুর্গতি!!
মৃত্যুর পর পতিতাদের ভাগ্যে লেখা হয় কি?
সব ধর্মেই তারা নিষিদ্ধ, অস্পৃশ্য ও ঘৃণ্য
অপবিত্রতায় ভরা জীবন
লাঞ্ছনা ও ধিক্কারের মধ্য দিয়েই অকালে অস্ত ।
ইহলোকের চেয়ে পরলোকের লাঞ্ছনা কম বইকি?
আসল লাঞ্ছনার শুরু ঠিক মৃত্যুর পরেই
নেই কোনও দাফন কাফনের ব্যবস্থা
হয়না পড়া জানাজারও নামাজ
পতিতালয়ের কোন এক কোণে
লুকিয়ে মাটি চাপাই শেষ গতি।
সনাতন ধর্মেও হয়না তাদের সৎকার
বস্তা বন্দি লাশ ভেসে যায় নদীতে
পেছনে ফেলে অন্ধকার গলির পথ!!
তাদের ছোঁয়া কি পবিত্র?
লাগে না গায়ের গন্ধ বাবুদের গতরে?
বাবুদের পরলোক যাত্রা তো সম্পন্ন হয় বেশ ধূমধামের সাথে
আর জানাজার নামাজেও রীতিমত নজরকাড়া ভিড়!!
কবে শুরু হবে তাদের জানাজার নামাজ?
কবেই বা হবে তাদের চল্লিশার অনুষ্ঠান?
কিংবা শ্রাদ্ধের আয়োজন?
নাকি এভাবেই এগোবে জীবনধারা?
এভাবেই? আর কতদিন?