ছোট্ট ছোট্ট দূরত্বের মাঝে
একান্তই আপন কিছুর খোঁজে
প্রতিক্ষণ ছটফট করে মন।
হারিয়ে গেছে অস্তিত্ব
যা ছিল শুধু একান্তই আপন
চাতকের দৃষ্টিতে খোঁজে অহরহ এক সত্য
চরম সে বাস্তব, এখনও অধরা।
কালো আঁধারের জাল বিছানো দুর থেকে বহুদূর পর্যন্ত
মাঝে এক সুদীর্ঘ অন্তহীন পথ
যেথা আমি আর আমার খোঁজে চলি অবিরাম
যৌবন তো সবে পেরিয়েছে
এখনও পথ চলা অনেকখানি বাকী ।