মনের জানালার কপাট খুলে
দু জোড়া হাত, হাতে রেখে
কথা দিয়েছিল সেদিন
সাক্ষী ছিল অশরীরী গোধূলী ক্ষণ।
গত বসন্তের আবিরের ছোঁয়া
আজও নবীন মনের পাতায়
অঘুম রাতের প্রতিটি পলকে
ভেসে ওঠে তোমার সুমুখ।
সেদিনের ধুলো ভর্তি মেঠো পথে
এখন মোটর চলে ফটফটিয়ে।
ফিকে হয়ে গেছে অনেক সোনালী রঙ
লাল পেড়ে বেনারসিটা ম্যাটমেটে বর্ণহীন।
বিরহের বৃষ্টিতে নিভে গেছে সবগুলো দীপ
জ্বালিয়ে ছিলাম যেগুলো আগমণের পথে
চোখের জল আজ ঝরা পাতা
প্রতিটি রাতের সাক্ষী শুধু ভেজা বালিশ ।
ফেলে আসা স্মৃতি আর ভালোবাসা
হাতড়ে বেড়াই জীর্ণ আঁধারে
দেরাজে রাখা সাধের অনুভূতিগুলো
যেন অসমাপ্ত উপন্যাসের হাজারো গাথা।
মনের লাল রঙে নীল বিস্বাদ
জীবন হয়েছে চন্দ্রবিন্দু
তুমি এলে না!!!পথ চেয়ে আছি
শুধু তোমারই অপেক্ষাই।