বৃথা আস্ফালনে বুকের মাঝে শুধুই ব্যাথা    
প্রেয়সীর মিথা বিরহের অভিমানে বিষণ্ণ মন  
কারে দেবে দোষ, বৃথা যাবে যে সে রোষ
অহংকারের নকল পাহাড় ধূলিসাতের সমীপ  
আসন্ন আগ্নেয়গিরির ধুলোঝড়ের কবলে বিপন্ন জগত  
ধোঁয়ার কাল চাদরে লুকিয়ে হাসে নিরাশার কালো মেঘ।

প্রজ্জলিত শিখার মাঝে অতীতের ছায়ারা তাণ্ডব করে
লক্ষণরেখার অকেজো ধারের সংকেতে উল্লাসে মত্ত রাবণের দল
শূলীতে আসীন ছোট্ট যুবরাজ,পিতৃহীন সাম্রাজ্যে অশনি সংকেত
ত্রাতা ঢলে ঘুমের দেশে, নিরপরাধগণের  আর্তনাদ শুধুই দিকেদিকে
শান্ত প্রভাতের দীপ্ত প্রখরে ত্রস্ত তপ্ত মরুভূমির বালুকণা
মগ্ন পার্থনার একরাশ আশা হৃদয়ে ভরে।  

এক পরাক্রান্ত বাহুবলির আগমনের অনন্তহীন প্রতীক্ষায় আঁখি
রাত জাগা চোখের মাঝে পুরু কালোর প্রলেপ স্পষ্ট    
বিফলে যাবে কি সে আগমনের চির অপেক্ষা?
হঠাৎ ধেয়ে আসা ঠাণ্ডা বাতাসের সাথে সাথে বয়ে আসা      
এক পশলা ঝিরঝির বৃষ্টিতে
নিরাশার কুয়াশায় ঢাকা চাদর ছিন্নভিন্ন হবে কি?


** গত এক মাস  যাবত আমার মায়ের শরীর ওসুস্থ থাকার জন্য কবিতার আসরে আসতে পারছি না।
আসরের সমস্ত কবিগণ ও পাঠকগণের কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া পার্থনা করছি।