রাতের গহীন আঁধারে বুকফাটা আর্তনাদের বিস্বাদ সুর
নিকষ কালো আঁধারে এক ভবঘুরের সঁচরণ
ক্ষতবিক্ষত ভাঙা হৃদয়ে নিরাশার পুঁজিতে বিমগ্ন
আকস্মিক অট্টহাস্যে রাতের নিঃশব্দতা খানখান।
বিশ্রামে ব্যাঘাতে বাউণ্ডুলে কুকুরের পলক মেলে বিরক্তির শ্লেষ
এক রাতজাগা পাখী ঝপ করে উড়ে যায় পাশের ঝোপে
আকস্মিক কান্নার রোলে বিষণ্ণ মায়াবী আঁধার
কে কাঁদে একাকী এই গহীন রাতের আঁধারে?
ফুফিয়ে ফুফিয়ে বুকফাটা বিরহের কাঁদন
অবিরাম কি যেন খুঁজে ফেরে এখানে ওখানে
পাগলের কর্ম কাণ্ডে বিস্মিত পরিমণ্ডল
এক শিলাখন্ডের আবিষ্কারে খুশির ঝলক মলিন চেহেরায়।
জীর্ণ ছেড়া বস্ত্রে পাথরখানি সযত্নে পরিষ্কারের পশ্চাৎ
প্রেয়সীর কবরের পাশের নরম মাটিতে গা এলিয়ে
পরম প্রশান্তিতে ধীরে ধীরে ঢলে পড়ে ঘুমিয়ে দেশে
আর ঠোঁটের কোণে এক অমূল্য প্রাপ্তির প্রশস্ত হাসি।