সুপ্ত আশা নিমজ্জিত মনের অন্তর্হিত অতলে
ভরসার অঙ্কুরের অকাল প্রয়াণ
চোখের অশ্রুধারা নিরুদ্দেশ পরিবর্তনের হোড়ে
স্বজনেরা ব্যস্ত আখের গোছানোর দৌড়ে
একফোঁটাও অশ্রু বিসর্জনের সময় কোথায়
একদল রুদালির খোঁজে শশব্যস্ত মন
একফোঁটা অশ্রুজলও কি অপ্রাপ্য?
বিশাল অট্টালিকার অন্ধকূপে বন্দী স্বপনেরা
এক পরাক্রান্ত সেনাপতির অপেক্ষায় নিরন্তর
উচ্চনিনাদী গর্জনে সাদরে বরণ হবে তার
যুদ্ধের প্রান্তরে ভয়াবহ রক্তক্ষয়ের পশ্চাতে
সুদীর্ঘ সুখবরের প্রত্যাশায় বিষণ্ণ মন।