মুক্ত আকাশে পাখা মেলে উড়তে কার না লাগে ভালো
ইচ্ছে করে, সারাটা দিন পাখির মত সারা আকাশে উড়ে বেড়াতে
যেথা খুশি সেথা যাব, ক্ষণিকের বিশ্রামে
প্রফুলিত মনে  পাখা মেলে উড়ে যাব নতুন অভিমুখে।  
  
থাকবে না  কোনও  বিহন, না থাকবে বেড়ির মালা
খুনসুটি হবে বাতাসের সাথে ছোটবেলার গল্পের আলোকে  
কাতুকুতুর দুষ্টুমিতে অস্থির মেঘগুলোর আকুতি মিনতি
প্রাণ ভরে উপভোগ করব সাদা মেঘের চূড়ায় বসে।

বিদ্যুৎ রুপী দানবের ভ্রুকুটিতে লুটোপুটি হব হেসে
মেঘের পেটে জমে থাকা কালো ধোওয়াগুলো
আলপিনের আলতো ছোঁয়ায়, হুস করে বেরিয়ে  
আঘাত হানবে মেঘের গর্বে, চূর্ণ হবে তার দর্প।

অভিমানে মেঘের ক্রন্দনের অশ্রুপাতের বর্ষণে  
সিক্ত খালি গায়ে ছোপাত ছোপাত নৃত্যে মগ্ন হব
বিষণ্ণ কালো বাদল অভিমানের খোলস ছেড়ে
মত্ত হবে খুশির সুধা পানে।

মুক্ত আকাশে উড়ার আনন্দ কি জানতে ইচ্ছে করে?  
আমায় জিগিয়ে লাভ নাই, যদি একান্তই ইচ্ছে করে  
তবে এক খাঁচা বন্দী পাখিরে জিগাও
শোনাবে তার হৃদয়ে জমে থাকা দুঃখের সুদীর্ঘ উপন্যাস।