উদ্যম যৌবন, শরীরে অদম্য বল
মনে অফুরান আত্মবিশ্বাসের ভাণ্ডার
অতরলকে ফুঁ দিয়ে এগিয়ে চলে নিরন্তর
পিছনে ফিরে দেখার সময়ের বড়ই অভাব।
ক্ষণেক্ষণে প্রতিক্ষণে জীবন ইশারা করে ধীরে চলার
সময় করে ইঙ্গিত বারংবার
সুসময়ের হঠকারিতায় ঘটে যাওয়া ভুলগুলোকে শুধরে
গড়ে তুলতে প্রাণবন্ত এক সুখময় জীবন।
ব্যস্ততার ভ্রমে রচিত কল্পনার মিথ্যা বৃত্তের
ওপারে এক চির সত্যের আহবান
যদি দ্বিতীয়র সুযোগ না আসে
তবে কি ফিরে দেখা যায় না একটি বার?