অকারণে মনুষ্যকে স্বার্থপর হতে দেখেছি
আপন করে নেওয়া শহরকে
ক্ষণিকের ভুলে বিমুখ হতে দেখেছি
সুসজ্জিত বাগান উজাড় হতে দেখেছি যুগযুগান্তর ধরে।
পথেঘাটে অলিতে-গলিতে বুকফাটা শোকার্ত চোখ
এক ক্লিষ্টের হাসির মাঝে লুকিয়ে থাকা আশার কিরণ
দুঃখের মাঝে মানবতার আকস্মিক প্রকট
অনেক কিছুই দেখেছি তবুও ভুলে আছি মিছে ব্যস্ততায় নিরন্তর।
কি লাভ মিছে প্রশ্নে জীবনকে, চলতে দাও তারে আপনকরে
তার চোখের বিবশতা দেখনি?
ভুলেছে পুনরায় নিজেকে নতুন করে
ব্যস্ত ঐশ্বর্যের ভিড়ে খুশির ঠুনকো আসিয়ানা গড়নে।
লক্ষ্য নিশুপ, শায়িত চিরনিদ্রায়, পথেঘাটে শোরগোলের মেলা
তবুও সাদা কাগজের পাতায় লিখে চলেছি জীবনের অভিসার
ক্ষণিকের বিরতিতে, ফিরে দেখি পেছনের পাতাগুলো শুধুই ফ্যাকাসে
চারিদিকে শুধু অধুরা অসমাপ্ত কাহানীর গাঁথা।