একান্তে,কিছু আজগুবি কল্পনা
অশান্ত মগজে কিলবিল করে
দেখি কিছু উটকো অলীক কল্পনা অন্তরীক্ষ থেকে
শব্দরূপে ফুলের মত ঝরে পড়ে।
  
কিছু এলোমেলো শব্দের চয়নে  
শব্দের অদ্ভুত তাজমহল গড়ে তুলি
তার শুভ্রতায় ঝলমল করে চারিপাশ
কিছু অতি উৎসুক  মুখ উঁকি দেই বারবার।  

শব্দের রসে সিক্ত মহল
ম-ম মাতোয়ারা গন্ধে পরিতুষ্ট মুমতাজ  
পরম শান্তিতে শায়িত চিরনিদ্রায়
মৌমাছিরা গুনগুন ভুলে চেয়ে অবাক নয়নে।

ঝরে পড়া কিছু শব্দরুপী পারিজাত ফুল
সাজিয়ে রাখি মনের ফুলদানীতে
কিছু ফুল গেঁথে ফুলের মালা হাতে নিয়ে
অপেক্ষায় থাকি যদি কল্পনার মুমতাজ সামনে আসে।