আলোক বিনা মূল্যহীন জীবনের প্রতিক্ষণ
অন্ধকারে আছন্ন জীবন, তবুও বেশ উপভোগ করি
বাঁচতে শিখেছি একাকী, আবার নূতন করে
হ্যাঁ, আমি আজ বেশ ভালো আছি ।
শুভ্র আলোক,উন্মুক্ত পথ, দুরের দৃষ্টিও পরিষ্কার
চশমার গ্লাস আর বারবার মোছার দরকার পড়ে না
তোমার অদ্ভুত ভালবাসার বন্ধনে
আর হারিয়ে যেতে ইচ্ছে করে না।
চোখ বুজে তোমার সুন্দর চোখদুটি কল্পনা করি
না আর সামনে ভেসে আসে না
তোমার মায়া জোড়ানো সুন্দর হাসিও মনে পড়ে না
পুরনো সব স্মৃতিগুলো অদ্ভুত হলদেটে প্রলেপের তলে।
অতলে ডুবে ছিল হারানো খুশিগুলো, আজ বিমুক্ত
ফিরে পেয়েছি মূল্যবান জীবনকে নতুন করে
ইচ্ছে করে তাকে নতুন করে আবার ভালবাসতে
বিশ্বাস কর, আমি সত্যিই ভাল আছি।