কথিত আছে শিশু পবিত্রতার প্রতীক
তার সরলতাও পবিত্রতার ঊর্ধ্বে
মায়ের অন্ধ স্নেহে পাগল শিশু
মায়ের কোলেই সদা নিরাপদ বোধ করে
মায়ের মাঝেই,মাকে নিয়েই এক আলাদা
পৃথিবীর বৃত্তের রচনা করে।
সে শিশুর অবোধ অত্যাচারে অতিষ্ঠ মা
স্নেহের উচ্ছ্বাসে বাঁধন দিয়ে
বিগলিত হৃদয়ে পাথর চাপা দিয়ে
অনিচ্ছার বশীভূতে, বিবশে
কলিজার টুকরোকে বেদম প্রহার করে
তবুও শিশু বাঁচার আশায় মা মা ডাকেই
মায়ের কোলের নিরাপদ আশ্রয় খোঁজে
বিচিত্র এ দৃশ্যে
হয়তো সৃষ্টিকর্তাও আড়ালে মুচকি হাসে।