কাব্যে সুমধুর কথার বেড়াজালে
লুকিয়ে থাকে অসংখ্য স্ফুলিঙ্গ
হে পাঠক এক ছোট্ট অনুনয় রেখে গেলাম
কবিতার বইখানি নীরবে পড়ার।
হরফের অর্থগুলো বড়ই জটিল
অর্থের গভীরে, নিগূঢ় অর্থ লুকিয়ে থাকে
এক ধনাত্মক স্ফুলিঙ্গ ক্ষণিকে
মনের মাঝে নতুন কিরণের চাদর বুনে
এক ধ্রুব স্ফুলিঙ্গ ক্ষণিকে
সমাজে পরিবর্তনের জোয়ার তোলে
এক নেতিবাচক স্ফুলিঙ্গ ক্ষণিকে
মনের মাঝে বিভেদের ইতিহাস রচনা করে
আর ঘৃণার এক ছোট্ট কণা
আগ্নেয়গিরির লাভারূপে সমাজকে ভস্মীভূত করে।
হে পাঠক, সবিনয় নিবেদন
কবিতার বইখানি যেন নীরবে পাঠ করে।