তুচ্ছে রুষ্ট উদাসীন হৃদয়
আকস্মিক আলিঙ্গনের শক্ত বন্ধনে
মিলনের সাঁকো নতুন করে গড়ে তোলে
মনের মাঝে জ্বলতে থাকা সুপ্ত আগুন
ক্রমে ক্রমে নিস্তেজ হতে থাকে
তবুও মনের কোণে নতুন ভীতির জন্ম নেয়
শহরের ঠাসা ভিড়ে অজানা চেহারার
নিত্য নতুন মেলার সদা সম্ভারে
নব যুগের নব খেয়ালের নতুন প্রজন্মে
ভাবি আলিঙ্গনের পশ্চাৎ
করমর্দনে, কেউ যদি এগিয়ে না আসে
তবে কি দূরত্ব বজায় রেখেই
হৃদয়ের জোড়া লাগানো সমুচিত হবে?