তোমার নয়ন জুড়ানো হাসি
অতীতের কাল-কুঠরির মাঝে অস্ত
তোমার ভুবন ভোলানো হাসি
স্মৃতির গহীন অন্ধকারে বিলীন।
নিঃশব্দতার হাহাকার নিরন্তর তাড়া করে
ইতিহাসের বইখানি উল্টেপাল্টে দেখি
মাঝের পাতাগুলো শুধুই সাদা
কালির বিন্দুর ছোঁওয়াও পড়েনি।
খুয়েছি সব সঞ্চিত অমূল্য সম্পদ
একটু হেসেই দাও না, পারবে না?
তোমার ঠোঁট দুটি কি ক্লান্ত হয়নি?
কেন অপ্রাপ্য সাজা দাও নিষ্পাপদের অবিরাম ।
হাসি বিনা শূন্য সংসারে নিঃশব্দের রোদন
শ্মশানে পরিণীত কর না তোমার ফুলের বাগান
শ্মশানের পূজারী হয়ে কার বা বাঁচতে ইচ্ছে করে
ফুলের বাগানের মালী হয়ে বাঁচার অধিকার দাও।