দেওয়ালে সাঁটা নিষ্প্রাণ ইস্তেহার নয়
সত্য ঘটনার গাথা আমি
ধনবানের পাষাণ হৃদয়ে সাজানো উপহার নয়
দৈনদিন জীবনের দরকারি সামগ্রী আমি।
কিছু অবুঝ কথার অর্থের উৎসের উন্মোচনে
পাগলের মত আচরণ করি
রহস্যগুলো মাথার মাঝে কিলবিল করে আর উদ্দেশ্যহীন হেঁটে চলি
একদল বালকের পাগল ভেবে পাথর ছোড়া, উপভোগ করি।
এক গ্রাম্য বধূর ভিক্ষা দানে ফকিরের নবজন্মে
খুঁজে পায় নিজেকে এক নিষ্পাপ শিশু রূপে
পায়ের মাঝে একজোড়া ঘুঁগরুর আওয়াজ কানের মাঝে তান্ডব করে
তবুও ঝংকারের উৎসে অনবগত।
মনের মাঝে চিন্তাগুলো অহরহ দিশা পরিবর্তন করে চলে
যেন মার্কোপোলোর অনুসরণে নতুন পথ আবিষ্কারের নব উদ্যমে
ক্লান্ত চিন্তার দল দিনের শেষে পাখিদের মত
বাসায় ফেরার তোড়জোড়ে ব্যস্ত থাকে।
স্বাগতমে , দুয়ারে অধিশায়িত মখমলের কালীন
তবুও জালিম হৃদয়ের অট্টালিকার অলিন্দে
প্রবেশের অনুমতির অপেক্ষায় থাকে
শেষ না হওয়া এক অনন্তহীন অপেক্ষায়।