আজকাল প্রতিচ্ছায়াকেও ভয় লাগে
বিষণ্ণ-বিমর্ষতায়, রাতের আঁধারে নিভৃতে
হৃদয় ভরা কান্না একলা সাথী,
প্রতিচ্ছায়াও সে ক্ষণের পরিধির বাইরে।
মৃদু হাস্যের আড়ালে ভালবাসার ব্যথাগুলো
সযত্নে, নিরন্তর দাফন করে চলেছি হৃদয় মাঝে
খবর তো পাওনি সে ব্যথাগুলোর
হয়তো ব্যর্থ হয়েছে প্রচেষ্টা, বারংবার।
মিথা ভালবাসার জালে আবদ্ধ করার কুশলী প্রচেষ্টা
কি ভাব অজ্ঞ? কিছুই বুঝি না?
বুঝি, সব বুঝি, তোমার নিপুণ চতুরতা
তোমার এ গুণের কদর সুবিদিত।
পৃথিবীর রঙ্গমঞ্চে নিত্য নতুন দেখি
মঞ্চস্থ নাটকে তোমার নব নব রূপ
নীরবে-নিশ্চুপে দেখতে থাকি
তোমার দৃষ্টিতে তোমার নিজের অধঃপতন।