ঝলমলে রোদে স্নিগ্ধ এক মনোরম প্রাত:কালে  
আড়-ভেঙে ঘুমের দেশ থেকে প্রত্যাগমন শেষে
রবির কিরণে দীপ্ত দীঘির জলের প্রতিবিম্বে
নিজের প্রতিচ্ছায়া দেখে আঁতকে উঠি।
  
কে যেন অজ্ঞাত আগন্তুক প্রতিবিম্বে  
বারংবার ফিরে দেখি মনের  ভ্রম ভেবে
সে কি আমি?
না অন্যের ছায়া প্রতিবিম্বে।

চেনা চোখদুটি সত্যি অচেনা লাগে  
ঠোঁটের কোণে লুকানো হাঁসিও অজানা
প্রাণবন্ত সুন্দর কুঁকড়ানো চুলগুলো প্রাণহীন
করতলে খোদিত যেন অন্যের ভাগ্য রেখা।

আমি কি, সত্যিই আমি?  
না অন্যের মাঝে অবিজ্ঞাত আমি  
না আমার মাঝে লুকিয়ে,  
অন্য এক অচেনা,অজানিত আমি?