শুধু দশ মিনিটের জন্য বস্তিতে বিদ্যুৎ বিভ্রাট হল
অন্ধকারের সুযোগে অরাজকতা জন্ম নিল
কারো পকেটমারি, কারো ছিনতাই, কারো দোকানে লুঠ
কেউ কেউ হল রক্তাত তীক্ষ্ণ ছুড়ির ধারে
এক রইসজাদার তীব্র গতির ল্যাম্বোরগিনিতে,
পিষ্ট হল কিছু নিরীহ পথচারীর দল
ফিনকি দিয়ে রক্তের বন্যায় সিক্ত হল পথ।
ভিড়ের মাঝে এক মায়ের বুকফাটা আর্তনাদ
সদ্য যৌবনে পা দেয়া মেয়েটি কোথায়?
মাতাল স্বামীর চিৎকার “চুপ কর, চুপ কর”
যেখানে যাওয়ার ছিল নিয়তি নিয়ে গেছে
যাক আপদ ভালোয় ভালোয় বিদেয় নিয়েছে
যৌতূকের হাত থেকে তো বাঁচা গেছে
এদিকে মায়ের মমতার বাঁধ ভেঙে খানখান
আর নেশাচুর বাবার চেহারায় প্রসন্নতার ব্যাখ্যান।