মহিলা দিবস উপলক্ষে
উপচে পড়া ভিড় পাশের ময়দানে
মাননীয় মন্ত্রী-মহোদয়ের স্বাগতমে
কমিশনের নেত্রী উদগ্রীব ফুলের ডালি হাতে
ব্যস্ত পুলিশ, ব্যস্ত প্রশাসন আর চির অপেক্ষায় জনগণ।
ক্ষণিকের মাঝে দাবানলের মত ছড়িয়ে পড়ল খবর
ময়দানের পাশে, ঢিল ছোড়া দূরে, ট্রাফিক সিগনালের কাছে
এক গর্ভবতী মহিলার সাথে সামুহিক বলাৎকার
শুভদিনের শুভক্ষণে কি উটকো আপদ?
ব্যাটা ধর্ষণকারীরা কি ভুলে গেছে আজ মহিলা দিবস?
পুলিশের মাথায় বজ্রপাত, মন্ত্রী-মহোদয়ের আগমনের সময় সন্নিকট
দাঁত-কেলে চ্যানেলগুলো ব্রেকিং নিউজ সম্প্রসারণের অপেক্ষায়।
গাফিলতির সুযোগে, নিমিষে বেপাত্তা ধর্ষণকারীর দল,
ভুল শুধরে পুলিশ অতি তৎপর, ধর্ষিতাকে গ্রেপ্তার
জেলের কুঠরিতে ভয়ভীত ধর্ষিতার মুখে কুলুপ
থানাদারের চিমসে গালে হাসির বান,অসাধ্য সাধনে গর্বিত মন ,
স্বস্তিতে পুলিশ, স্বস্তিতে কমিশন, চারিদিকে স্বস্তির বাতাবরণ
যাক মস্ত বড় এক ঝামেলা থেকে বাঁচা গেছে
হ্যাঁ, ঠিক বুঝেছেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।