ডিজিটালের উন্নত প্রযুক্তির রমরমার যুগে
অনলাইনে জিনিসপত্রের কেনাবেচার চর্চা দিকেদিকে
ভাবছি ইমান যদি,অনলাইনে বিক্রি হয়
তবে দাম কেমন ধার্য হবে?
কেরানী বাবুর ইমান পাঁচশো থেকে হাজার
অফিসারের খাঁই হবে লাখের পার
দু-পাঁচ লাখ হবে ইঞ্জিনিয়ারের দাম
কোটি টাকায় বিক্রি হবে নেতার ইমান
পুলিশবালার চাহিদা বিমানের ভাড়ার মত
স্থান, কাল ও পাত্রের নিরিখে বাড়বে কমবে
উকিলবাবু দাম কোর্ট হিসেবে ধার্য করবে
যত বড় কোর্ট তত বেশি ইমানের দাম
জজ সাহেব অবসর পরবর্তী পদের শর্ত রাখবে
আর বেচারা গরিব মানুষগুলোর ইমান মূল্যহীন
তবে ভোটের প্রাক্কালে এক বোতল মদে বিক্রি হবে।
বিশেষ বিজ্ঞপ্তি,
ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ থাকবে
ছাড়ের চমকতাই অনলাইনে বিক্রিবাটার মূলমন্ত্র
নির্দোষ-নিরপরাধরা কিছু ছাড় পাবে মুল দামে
কিন্তু দাগীদের দ্বিগুণ কড়ি গুনে কিনতে হবে।