স্বগৃহে বন্দী মানুষ
জানালার ফাঁকে,ফাঁকে উদ্বিগ্ন মুখ
শুনশান রাস্তাঘাট, থমথমে পরিবেশ
নিয়ত্রণহীন পরিস্থিতিতে ধর্মের নামে
খুনোখুনি, মারামারি, রাহাজানি চলছে।
ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যায়
পথের ধারে এক ব্যক্তি রক্তে লটপট
ভিড়ের মাঝে এক হিন্দু বলল, সে তার জাতিভাই
মুসলমানরা মেরেছে নির্মম ভাবে, প্রতিশোধ চাই।
এক মুসলমান বলল না, এ মিথ্যা অপবাদ
হিন্দুরাই পিটিয়েছে, সে তাদেরই এক ভাই ।
ঈশাই বলল না না, সে ঈশ্বরের সন্তান
তাকে হিন্দু,মুসলিম উভয়ে মিলেই করেছে প্রহার ।
হায়!! নিয়তির কি পরিহাস,
আহত কাতর যন্ত্রণায়, মানুষের পাল ব্যস্ত বাকবিতণ্ডায়
যন্ত্রণার ছটপটে, হঠাৎ মুখোশ খুলে গেল আঘাপ্রাপ্তের
নকল মুখোশের ভেতর এক সুশ্রী রমণী
রমণীর সুরূপে পাগল ভিড়, লিপ্ত হল মারামারিতে
শহরে আরও এক দাঙ্গার সূত্রপাত হল
এক নারীর লালসায় মানবতা নগ্ন হল।