দিনের শেষে অফিস ফেরত ক্লান্ত স্বামী আলু থালু বেশে
সোফাই গা এলিয়ে চোখ বুজে আরাম খোঁজে
পাশে রূপবতী, লাস্যময়ী, সুনয়না, নব বিবাহিতা অর্ধাঙ্গিনী
বিভোর হেড-ফোনে পাশ্চাত্য সঙ্গীত শ্রবণে।
স্বামীর করুণ দশায় বিগলিত মনে করুণার উদয়
সঙ্গীতে বিরাম দিয়ে সহাস্য জিজ্ঞাসা “ চা খাবে?”
আহ্লাদের আবেগে আটখানা স্বামীর মাথা ঝাঁকিয়ে সম্মতি
কিছু পড়ে এক পেয়ালা গরম চা নিয়ে প্রবেশ
চায়ের কাপে আলতো ঠোঁটের ছোঁয়া বুলিয়ে স্বামীকে স্বাদরে পরিবেশন
খুশীতে ডগমগ ক্লান্ত স্বামী, প্রেয়সীর চোখে চোখ রেখে
চায়ে পেয়ালায় চুমুক দিয়েই বিরক্তি প্রকাশ “ এ কি? চিনি কোথায়?”
শান্তসুরে সহাস্য অনিন্দিতার জবাব “তুমিই তো বলেছিলে?”
চাপা রাগে গর-গর হতাশ স্বামী বলল- কি?
ওই যে সেদিন একান্ত অন্তরঙ্গ মুহূর্তে ঠোঁটে ঠোঁট রেখে
বলেছিলে আমার ঠোঁটে নাকি সুমিষ্ট মধুর অফুরন্ত ভাণ্ডার
তাই তো যাচাই করলাম ঠোঁটের মধুরসে কত মিঠাস?