কে তুমি?
তুমি কি ভোরের শিশির
না ঝরঝর ঝরে যাওয়া ঝর্না
না উদাস কবির দিশা-হীন কল্পনা
না সমুদ্রের অতল গভীরে হারানো হিরের টুকরো
না ভাঙা হৃদয়ের মিথ্যা স্বাদহীন পিপাসা।
গ্রীষ্মের ঝলসানো রোদের ছায়া কি তুমি
না কোমল সন্ধ্যার আগমনের অটল বিশ্বাস
না কি শিল্পীর ক্যানভাসের রংমিলান্তির
মাঝে জন্ম নেওয়া রহস্য।
আনমনে, অহরহ আয়নার মাঝে দেখি
কে যেন অচেনা দাঁড়িয়ে, সে কি আমি?
না প্রতিবিম্বে ছায়ামানব-রুপী তুমি
তোমাকে নিয়ে ভাবনা কি শুধুই পাগলামি
না আমার বিকৃত মস্তিকের প্রতারণা মাত্র।