শীতের অলস দুপুর,
চোখের মাঝে শুধু ঘুম আর ঘুম
মাথায় অজানা ব্যাথার উদয়
না, লিখতে পারছিনা আজ।
সেই যে তুমি আমায় ছেড়েছ
চিন্তা ভাবনা গুলিও গেছে নিরুদ্দেশে
কবিতাও আজ সঙ্গ ছেড়েছে
খাতার পাতাগুলো শুধুই সাদা
কালি ছোঁয়াও লাগছে না তাতে ।
তোমার হৃদয়ে নতুন বসন্ত
পেয়েছ খুঁজে মনের সাথি
তার কবিতায় শুধু তোমার আঁখি
সে আঁখি আর আমার লেখায় নেই।