(সমস্ত বাচ্ছাদের ও সে সমস্ত বড়দের  উৎসর্গ করলাম যাদের হৃদয়ে আজও বাৎসল্য লুকিয়ে আছে)


চাঁদ মামা দুষ্টু তুমি
লুকাও তখন যখন খুঁজি
মেঘ বলছে সত্যি কথা
লুকাও তারি কোলে  
চলবে না আর কোন বাহানা
আসতে হবে চলে
বাড়িতে একা সারাটি দিন  
আজ যে আমার ছুটি
খেলার সাথি কেউ আসেনি
লুকিয়ে আসো তুমি
জানবে না কেউ করছি প্রমিস
খেলবো শুধু আমি আর তুমি
আমার আছে বড় গাড়ি
ভু ভু করে চালাবো আমি
যাত্রী হবে তুমি
সইছে না তর, শিগ্রি এসো,
করছ কেন দেরি ।