কতদিন ডেকেছিস তুই আপন ভেবে
হেঁসে অসম্মতি জানিয়েছি বারে বারে
ভাবিস না তোকে ভালবাসার অভাব মনে
এ হৃদয় অজান্তে জমা রেখেছি তোর কাছে
বুঁদ হয়ে আছিস তুই বর্তমানে,
তোর অতীত ভাবার, সময়ের বড়ই অভাব ।
একদিন নিশ্চিত যাব তোর ওই ঘরে
নিয়ে যাব একগুচ্ছ উপহার তোর তরে
শুভেচ্ছা ভরা মন নিয়ে যাব আমি।
স্মৃতিগুলো গল্প করে বলবো তো কানে
অবাক হবি পুরনো কথাগুলো মনে এলে
অবুঝ ভানে তাকিয়ে দেখবি আকাশ পানে
নিশ্চুপে মুছে নেব চোখের বহমান অশ্রুধারা
মিছে হেঁসে, খুশির অভিনয়ে বিদেয় নেব আমি
ফিরে যাব নিশ্চুপে তোর হৃদয়ে অঢেল খুশী ভরে
আমার হৃদয়ে ভরে নিয়ে যাব শুধুই দুঃখে ভরা স্মৃতি।।