নিত্য নতুন চারপাশে কতই না
আজব-অদ্ভুত মজার ঘটনা ঘটে
কত কিছুই না ভাল লাগে
কিন্তু ভাল লাগার কারণ খুঁজে পায়নি।
পাখিদের কিচির-মিচির, মৌমাছির গুনগুন
ভেজা মাটির গন্ধ, ঝরনার ঝির ঝির শব্দ
কত কিছুই না ভাল লাগে
কেন ভাল লাগে তা জানি না।
মায়াবী রাতে জোনাকি পোকার আলো বিচ্ছুরণ
মনকে মোহিত করে তোলে
তার উত্তর আজও খুঁজে বেড়াই
শিল্পীর ক্যানভাসে আঁকা ছবিতে মুগ্ধ হই
কেন মুগ্ধ তার কারণ ও অজানা।
কারও নিকটে আসি, আপন মনে হয়
হৃদয়ে এক অজানা ব্যথার অনুভুতি হয়
কেন ব্যথা(?) বোঝার চেষ্টা করি
কিছুই বুঝে উঠতে পারিনি।
তবে কি
জীবন এক অভেদ্য চির রহস্য
আর ভাললাগাই মূলমন্ত্র এ মজাদার জীবনের ?