আমি এক মেঠো পথ
যে পথে তোমাদের দৈনন্দিন যাতায়াত
কত যুগ ধরে শুয়ে আছি
আমার বক্ষে পা রেখে
কত শিশু, বাল-বৃদ্ধ নর-নারী
চলে গাছে দেশ থেকে দেশান্তরে ।
কতই না শীত-গ্রীষ্ম, বর্ষা দেখলাম
নিত্য-নতুন কত সুখ-দুঃখ, হাঁসি-কান্নার সাক্ষী
পাথরের চট্টানের মত দৃঢ় অটল
অবহেলিত ফিরে দেখেনি কেউ
নেই কোনও ব্যাথা, ক্ষোভ মনের কোণে ।
শুনেছিলাম নতুন চাদর পরব
আশায় ছিলাম, খুশিতে ছিলাম
সে তো অনেক যুগ আগের কথা
ক্ষীণ হয়ে গেছে স্মৃতিগুলো ।
ডিজিটালের যুগে তাল মেলাতে গিয়ে
দুঃখ দেয় নবপ্রজন্মের অসহায় মুখগুলো
বুঝি তাদের বুকে জমা ক্ষোভ
সুপ্ত আগ্নেয়গিরির ধিক ধিক আগুন
একদিন তারাও চলে যাবে
ফিরেও দেখবে না একবার
আমি নিরুপায়, ডিজিটালের আধুনিকতায়
বেমানান এক মেঠো পথ।