আর ডাকবে না হাতছানি দিয়ে
ফিরে আসব না আর
বাঁধন ছাড়া জীবন থেকে মুক্ত হয়ে
এগিয়ে চলেছি নতুন গন্তব্যে ।
নদী তুমি এগিও না সাথে
এবার স্থির হও
অনেক কিছুই বহন করেছ
একটু বিশ্রাম নাও ।
পাখি শুনব না তোমার দুঃখয়ের গান
বাঁধিও না আর মায়ার জালে
মুক্ত হব খাঁচার বন্দী-দশা থেকে
ডানা মেলে পাড়ি দেব দূর-দিগন্তে।
দ্যাখো সাপেরাও খোলস ছেড়ে
ভয় কে মুঠোয় বন্দী করে
বেরিয়ে পড়েছে নতুন জীবন যুদ্ধে।
সম্মুখে বাধা অবিরাম
চাই না ফিরে যেতে সেই নরকে
খুলেছে সামনে স্বর্গের দ্বার
আমি আছি প্রবেশের অপেক্ষায় ।
আর ডাকবে না হাতছানি দিয়ে
হারিয়ে যেতে চাই অজানা গন্তব্যে ।