হারিয়ে গেছে সব ভালোবাসা স্মৃতির ভিড়ে
মুছে গেছে অন্তিম পদচিহ্ন
বালুর কারুকার্যও মুছে গেছে বিশাল ঢেউয়ে
সব স্মৃতিই আজ ফসিল
সব কিছুই আজ ইতিহাসের পাতা।
এক নতুন আহবানের, এক ডঙ্কার
জাগাবে সুপ্ত স্বাধীন ইতিহাস
হবে সত্যের জয়,
যদিও থাকে চোখে কালো পট্টির মায়াজাল ।
জ্বলিবে প্রদীপ টিম টিম করে
নিয়ে আসবে ধর্মের আলো
তর্ক বিতর্কের মাঝে আসবে সত্যের জয়
অধর্মের কাল হবে পদানত ।
কেটে যাবে সব ভয়
হয়তো মুছে যাবে অনেক ইতিহাস
রচিত হবে নতুন ভাবে নতুন ইতিহাস
রচিত হবে নতুন করে ভালবাসার ইতিহাস।