আমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালায় থেকে পড়াশুনা করেছি। আজ এত বছর পরেও মন সেখানেই পড়ে আছে । কিছুই ভুলি নি। আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো সেখানেই কাটিয়েছি । আজও এএমইউ তারানা শোনার পর গায়ের লোম দাঁড়িয়ে যায়। গত ১৮ অক্টোবর স্যার সৈয়দ দিবস পালন হল । এই উপলক্ষে আমার এক ছোট্ট কবিতা এএমইউ কে উৎসর্গ করলাম।
এএমইউ তারানার (বিশ্ববিদ্যালাইয়ের গান)লিঙ্ক ঃ https://youtu.be/eU7NiSscLFE সকলকে একবার শোনার অনুরোধ রাখলাম।
হাঁ আজই অন্তিম দিন
কত স্বপ্ন দেখেছি এ দিনের জন্য
নিদ্রাহীন থেকেছি, ছটপট করেছি
এই জেল খানা থেকে মুক্ত হতে ।
কতই না বুনেছি স্বপ্ন মনের কোণে
সামনের দিন গুলোর কথা কতই না রেখেছি ভেবে
জীবনের অনেক সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে ।
কি জানি কেন আজ মনের মাঝে আলোড়ন
নতুন স্বাদের আহবানেও বিরুপ মন
ফিরে যেতে চাই ছাত্রজীবনে আরও একবার
এই ক্ষণ কে কি স্থির করা যায় না?
না কি এমনই কেটে যাবে
এ সময় তুমি থমকে যাও
পারবে না কি আর একবার
পেছনে ফিরে যেতে।
সময় কি কারও জন্য স্থির হয়েছে
যে আমার জন্য থমকে যাবে
যে পলগুলো কাল কাঁদিয়েছিল, আজ ভেবে হাঁসি পায়
কি জানি কেন পলগুলো আজ বারবার উঁকি দেয় ।
ভীত সন্ত্রস্ত হয়ে গুটি পায়ে প্রবেশ করেছিলাম
মনে হয় এ তো গত কালেরই কথা ।
বন্ধুরা কাল ছিল শত্রু
আজ কেন মন কাঁদে হারানোর ভয়ে ।
সকাল সকাল বাথরুমের দরজায় বজ্রাঘাত
এক টাকার চায়ের জন্য লড়াই
নিত্য নতুন নামে ব্যাঙ্গ করা
বিনা কারনে বন্ধুদের সাথে মারামারি
কথাই কথাই আমার অশ্রুপাত
সস্নেহে তাদের আদর।
সন্ধ্যা বেলাই চায়ের চুস্কি
যাতায়াতের পথে মেয়েদের প্রতি বাঁকা নজর
বিনা টপিকে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা
সব কিছুই যেন ক্যানভাসের মলিন স্মৃতি ।
ক্লাশ বাঙ্ক করে ক্যান্টিনে আড্ডা
পেছনের বেঞ্চে বসে ম্যাগাজিন পড়া
জানালা টপকে ক্লাশ থেকে পালিয়ে যাওয়া
স্যারের বকুনিতে রোজ রোজ নতুন বাহানা
পরীক্ষার শিয়রে সারারাত জাগা
কিছুই ভুলিনি, সব যেন তাজা ।
শিখেছি অনেক কিছুই এখানে
জেনেছি জীবনকে প্রতি মুহূর্তে
এ সময় তুমি থমকে যাও
ফিরিয়ে দাও সেই পলগুলো আরও এক বার
নিয়ে চল ছাত্রজীবনে আরও একবার।