আঁধার ঘরের মাঝে
একটি শিখা জ্বলে।
মনের কোণে জমে
অনেক কথা পোটলা হয়ে ।
কথা আজ ভাষাহীন
মুক বধিরের ন্যায়
ইশারায় বুঝিয়ে দেয়।
চোখের ভাষা শিখিনি পড়তে
শিখেছি শুধু মনের কথা।
মুখ-মুখোশের ভিড়ের মাঝে
অবসরে বা কাজে
ব্যাকুল হৃদয় তারেই
শুধু তারেই খোঁজে।