আঁধারের রাত, গা ছমছম
শির শির গায়ে কাঁটা
শরীরের রক্ত হিম
বাঁশ বাগানের ওপারে
যেন পেত্নীর আওয়াজ ।
নাকি সুরে নানা আওয়াজ
কে যেন চাদর ধরে টানে
কান দুটি বালিশের চাপে অস্থির
একি ভয়ানক রাত
শন শন সোঁ সোঁ শব্দের
নেই কি কোনও অন্তকাল।
হটাৎ পিঠে এক মস্ত কিল
ঘুমের ঘোরে চিৎকার করি
মাগো বাঁচাও ভুত ধরেছে
এই বাদলা এবার খাবি এক জব্বর লাথি
এক বাজখাঁই আওয়াজ
চোখ খুলে দেখি দাদার রুদ্রমূর্তি।
আমার ঠোঁটে মৃদু হাঁসি
ভেবে উদ্ভট সব আজগুবি স্বপ্ন
সুর্যি মামা অনেক উপরে
না হয়েছে বেলা অনেক
স্কুল বাস আসবে এখুনি।
কান ধরছি আর রাত জেগে
নো ফেসবুক টেসবুক।।