হিমেল হাওয়ার এই সুবাসে
একি অপরুপ মাদকতা
মনে হয় প্রকৃতি যেন তার সুবাস
ছাড়িয়েছে  পারফিউম এর মত দিকেদিকে ।

আমরা সকলে পাগল হয়ে
তার মাদক গন্ধে করেছি সমর্পণ
পারবোনা কি আর ক্ষান্ত করতে নিজেদের
উন্মাদের মত ছুটে চলেছি ঘ্রাণের দিকে ।

এক ফোঁটা মহুয়ার রস করেছে মাতাল
এক দোয়েল পাখির গানে
হয়েছি জাদুকরের মত সম্মোহন।    
কাকের কর্কশ আওয়াজ
যেন  আজ গীটারের টান ।

মনে হয় ... এরই নাম ট্র্যাডিশন
যুগ যুগ ধরে চলছে এই ট্র্যাডিশন
আর অনন্ত কাল ধরে চলবে
আমি তো শুধু এক পথিক
দু দণ্ড বিশ্রাম করে চলে যাব নিজের গন্তব্যে।


কপিরাইট @ এম ওয়াসিক আলি , সিংতাম, সিকিম ।